নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর: পবিত্র ইদুজ্জোহা অর্থাৎ ত্যাগের উৎসব। চলতি ভাষায়, বকরি ইদ কিংবা কুরবানি ইদও বলা হয়ে থাকে। এই পবিত্র দিনে ধর্মপ্রাণ মুসলিমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে কুরবানি দেন। মিশ্র ভাষাভাষির জগদ্দলে বৃহস্পতিবার মুসলিম ভাইয়েরা গোলঘর মসজিদে একত্রিত হয়ে নমাজ পাঠে অংশ নেন। নমাজ পাঠ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। গোলঘর মসজিদের সামনে মুসলিম ভাইদের ইদ মোবারক জানিয়ে আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সেইসঙ্গে নিজের সংসদীয় ক্ষেত্রে তিনি সম্প্রীতির বার্তা দিয়ে বলেন,‘মিশ্র ভাষাভাষির শিল্পাঞ্চলে আমরা ভেদাভেদ ভুলে একে অপরের উৎসবে সামিল হই। এটাই তো বাংলার সংßৃñতি, বাংলার ঐতিহ্য।’ সাংসদ ছাড়াও এদিন গোলঘর মসজিদে হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ ও সোহন প্রসাদ চৌধুরী প্রমুখ।