ব্যারাকপুর : বহুদিন ধরে বেহাল দশায় পরিণত ছিল জগদ্দলের মেঘনা মোড় সংলগ্ন একাধিক গঙ্গার ঘাট। জীবনের ঝুঁকি নিয়েই নিত্যদিন স্নান করতে আসতেন বাসিন্দারা। তাছাড়া বেহাল ঘাটের দরুন ছট-সহ অন্যান্য পূজা-পার্বনে খুবই অসুবিধা হত পুণ্যার্থীদের। স্বভাবতই বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, বেহাল দশায় থাকা গঙ্গার ঘাটগুলোর সংস্কার করা। বাসিন্দাদের দাবি মেনে কয়েকমাস আগে নবনির্মিত দুটি গঙ্গার ঘাটের তিনি উদ্বোধন করেছিলেন। রবিবার আরও তিনটি নবনির্মিত গঙ্গার ঘাটের উদ্বোধন করেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। মূলত, তাঁর সাংসদ তহবিলের অর্থেই নতুন করে গড়ে উঠেছে ওই পাঁচটি গঙ্গার ঘাট।
ঘাট উদ্বোধনে এসে সাংসদ অর্জুন সিং বলেন, গঙ্গার ঘাটগুলোর পাড় ভেঙে গঙ্গার গ্রাসে চলে যাচ্ছিল। তাই নতুন করে ঘাটগুলো নির্মাণ করা হয়েছে। ঘাটগুলোয় গার্ডওয়াল করে দেওয়া হয়েছে। সাংসদ আরও বলেন, ঘাট সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন বাড়ানো হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউ, বিপ্লব ঘোষ প্রমুখ।