চোলাই মদের ভাঁটি নিয়ে সরব অর্জুন সিং, মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপি প্রার্থী

হালিশহর জেটিয়া থানার পলাশি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের দাঁড়িওয়ালা আদিবাসী পাড়া গ্রামে বেআইনি চোলাই ভাটিতে মৃত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘বহুদিন ধরে এই গ্রামে বেআইনি চোলাই মদের ভাটি চলছে। চোলাই মদ খেয়ে রাজ্যে একাধিকবার মৃত্যুর ঘটনায় হুঁশ ফেরেনি প্রশাসনের। চোলাই মদ খেয়ে মৃতদের পরিবারকে সরকার ক্ষতিপূরণ হিসেবে দু’লক্ষ টাকা দেওয়া হচ্ছে । তাহলে কি একজনের মৃত্যুর মূল্য মাত্র দু’লক্ষ টাকা।’ এদিন বিদায়ী সাংসদ সুরû চড়িয়ে বলেন, ‘অলিতে গলিতে বারের লাইসেন্স দিচ্ছে তৃণমূল সরকার। তা সত্ত্বেও পুলিশ ও শাসকদলের নেতাদের মদতে চলছে চোলাই মদের কারবার। তাঁর দাবি, পুলিশ ডিএ পায় না। তাই পুলিশকে মদের ভাটি থেকে পয়সা তুলতে হয়।’ তাঁর অভিযোগ, তৃণমূল নেতা রবি নিয়োগী আগে বীজপুর থানার দালালি করতেন। এখন রবি নিয়োগীর তত্ত্বাবধানে বেআইনি চোলাই মদের কারবার চলছে। আর তাঁর মাথার ওপর রয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। প্রসঙ্গত, রবিবার রাতে জেটিয়া থানার দাঁড়িওয়ালা আদিবাসী পাড়া গ্রামে চেম্বারে নেমে মদ তৈরির উপকরণ তুলতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মুকুর সোরেন (৩৫)। তাঁর বাড়ি শিবদাসপুর থানার আঁটিসাড়া গ্রামে। আহত আরও দুজন কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের কাকা ধনঞ্জয় হাঁসদা জানান, রবিবার সকালে বোনের বাড়ি যাবার নাম করে ভাইপো বাড়ি থেকে বেরিয়েছিল। মধ্য রাতে তারা ভাইপোর মৃত্যুর সংবাদ পান। কিন্তু কীভাবে ভাইপোর মৃত্যু হয়েছে, তা তিনি জানেন না। তবে সোমবার বেলায় সাংসদ বাড়িতে এসে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দা বিপ্লব মণ্ডল জানান, মদের ভাটিতে আট ফুট গভীর চেম্বার আছে। ওই চেম্বারের মধ্যে মদ তৈরির উপকরণ গুড়, পচা ভাত-সহ অন্যান্য সামগ্রী রাখা থাকে। রবিবার রাতে ওই চেম্বারের মধ্যে মই লাগিয়ে মদ তৈরির উপকরণ বের করছিলেন তিনজন। যাতে কেউ দেখতে না পারে, সেইজন্য চেম্বারের ঢাকনা লাগানো ছিল। ঢাকনা দেওয়ায় গ্যাস বাইরে বেরোতে না পারায় চেম্বারের মধ্যে দমবন্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাকি দুজনকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চোলাই ভাটিতে যুবকের মৃত্যুর ঘটনায় সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় পলাীি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের দাঁড়িওয়ালা আদিবাসী পাড়া গ্রামে। চোলাই মদের ভাটি উচ্ছেদের দাবিতে সরব হলেন প্রমিলা বাহিনী। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে গ্রাম থেকে মদের ভাটি উচ্ছেদ করতে হবে। বিক্ষোভকারীরা জানান, পরিবারের কর্তারা ও ছেলেরা মদের ভাটিতে গিয়ে মদ্যপান করে পয়সা খরচ করে ফেলছে। ফলে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া কর্তা ও ছেলেরা মদ খেয়ে বাড়িতে এসে নিত্যদিন অশান্তি করে। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ আর নেতাদের মদতে বহু বছর ধরেই এই মদের ভাটি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =