চলতি বছরের অগস্ট মাসের গোড়ার দিকে আচমকা গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল কর্তৃপক্ষ। বন্ধের নোটিসে মিল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ১৪ অগস্ট থেকে মিলে উৎপাদন বন্ধ থাকবে। যদিও বন্ধের নোটিে মিল কর্তৃপক্ষ প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতিকেই দায়ী করেছেন। তবে পুজোর মরসুমে মিল বন্ধে বিপাকে পড়েছেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় ৫০০ জন শ্রমিক।
প্রসঙ্গত, মিল চালুর দাবিতে আন্দোলন জারি রেখেছেন অন্নপূর্ণা কটন মিল বাঁচাও কমিটি। এই বন্ধ মিল নিয়ে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, অবিলম্বে বন্ধ মিল চালু করতে হবে। মিল চালু রেখে শ্রমিকদের পাওনা গন্ডা মেটাতে হবে। এরপর মিল কর্তৃপক্ষ টেক্সটাইল পার্ক গড়ে তুললেও তাদের কোনও আপত্তি নেই।