হোলিতে স্থানীয়দের সঙ্গে রং খেললেন অর্জুন ও ছেলে পবন

ব্যারাকপুর: গত বছর ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশ কয়েকটি জুটমিল বন্ধ ছিল। ফলে শিল্পাঞ্চলের দোল ও হোলি উৎসবের জৌলুস অনেকটাই ফিকে ছিল। তবে চটশিল্প বাঁচাতে আসরে নামেন সাংসদ অর্জুন সিং। পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করেন। লড়াইয়ে তিনি সফলও হলেন।

শিল্পাঞ্চলে এখন প্রায় সমস্ত জুটমিল সচল। শ্রমিকদের পকেটে টান না থাকায়, হোলি উৎসব এবার জমজমাট ব্যারাকপুর শিল্পাঞ্চলে। প্রতি বছরের মতো এবছরও জগদ্দলে নিজের অফিস কাম বাড়ি মজদুর ভবনের সামনে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হোলিতে মাতলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন সাংসদ বলেন, ‘পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের পর সমস্ত জুটমিল চলছে। খুশি শ্রমিক মহল্লার মানুষেরাও। তাই এবার উৎসবের জৌলুস রয়েছে পুরোদমে।’ অন্য দিকে, অনুগামীদের নিয়ে চুটিয়ে রঙের উৎসবে মাতলেন ভাটপাড়ার বিধায়ক পবনকুমার সিংও। শান্তি বজায় রেখে সকলকে হোলি উৎসবের বার্তা দিলেন বিধায়ক। পবনের কথায়, ‘রাজনীতির কচকচানি দূরে সরিয়ে রেখে সকলে মিলে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − two =