বাবর আউট হতেই গ্যালারি আলো করল অরিজিৎ সিংয়ের ‘সুপার ফ্যান’ সেলিব্রেশন

ইন্ডিয়া… ইন্ডিয়া… আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি গমগম করছে এই স্লোগানে। চারিদিকে চোখ রাখলে নজরে পড়ছে নীল জার্সি পরা দর্শকরা। পাক শিবির মেনে না নিলেও, এই আবহ যে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের যে বেশ চাপে ফেলে দিয়েছে তা বেশ পরিষ্কার। টিম ইন্ডিয়ার সমর্থকরা মনে প্রাণে চাইছে মোতেরা মাতিয়ে পাকিস্তান ম্যাচ জিতুক ভারত। আর অতীতের প্রথা ধরে রাখুন রোহিতরা। পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপে ভারত এর আগে ৭ বারের সাক্ষাতেই জিতেছে। এ বার ৮-০ করার পালা। টস হেরে প্রথমে ব্যাটিং করছে পাকিস্তান। যখনই পাকিস্তানের উইকেট পড়ল শব্দব্রহ্ম শোনা গেল। তেমনই পাক ক্যাপ্টেন বাবর আজম আউট হতেই ভারতীয় গায়ক অরিজিৎ সিংকে দেখা গিয়েছে ‘সুপার ফ্যান’ সেলিব্রেশন করতে। যা রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আসলে পাকিস্তানের ইনিংস চলাকালীন তৃতীয় উইকেটে মহম্মদ রিজওয়ান ও বাবর আজমের জুটি বেশ জমে উঠেছিল। দীর্ঘক্ষণ কোনও উইকেট পাননি ভারতীয় বোলাররা। তাই ৩০তম ওভারে মহম্মদ সিরাজ যেই না পাক অধিনায়ক বাবর আজমের উইকেট তুলে নেন গ্যালারি মেতে ওঠে সেলিব্রেশনে। তাতে বিশেষ নজর কাড়ে গ্যালারিতে থাকা অরিজিৎ সিং। বাবর আউট হতেই নীল রংয়ের স্কার্ফ জাতীয় কিছু একটা ওড়াতে দেখা যায় অরিজিৎ সিংকে। ৫৮ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন পাক ক্যাপ্টেন বাবর আজম। উল্লেখ্য, এ বারের ওডিআই বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। সেই সময় শোনা গিয়েছিল, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের আগে এক জমকালো অনুষ্ঠান হবে। আজ, ম্যাচ শুরু হওয়ার আগে তাতে পারফর্ম করেছিলেন সকলের প্রিয় অরিজিৎ সিং। তাঁর সঙ্গে ছিলেন সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিংও। অবশ্য সেই জমকালো অনুষ্ঠান টেলিভিশনে ব্রডকাস্ট করা হয়নি। স্টেডিয়ামে যে দর্শকরা উপস্থিত ছিলেন, তাঁরা ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে এই জমকালো মিউজিক্যাল সেরেমনি উপভোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eighteen =