ধারের টাকা ফেরত নিতে গিয়ে বিবাদ, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ 

ধার নেওয়া দুই হাজার টাকা চাইতে গিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের গুনিপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সত্য বসাক (৪০)। পরিবারে রয়েছে স্ত্রী মঞ্জু বসাক, তিন মেয়ে এক ছেলে। সত্য বসাক পেশায় একজন কৃষক ছিলেন। অভিযুক্ত উমেশ চৌধুরী, দুলাল বসাক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দু’মাস আগে উমেশ চৌধুরীকে দুই হাজার টাকা ধার দিয়েছিলেন সত্য বসাক নামে ওই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে টাকা দেবে বলে ওই ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। সেখান থেকে কোনোক্রমে পালিয়ে আসে আক্রান্ত ওই ব্যক্তি। সমস্ত ঘটনা পরিবারের সদস্যদেরকে জানায়। আহত অবস্থায় সত্যবাবুকে রাতে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তির পরিবার-সহ গোটা গ্রামে।
মৃতের স্ত্রী মঞ্জু বসাক জানিয়েছেন, তার স্বামীর কাছে প্রতিবেশী উমেশ চৌধুরী দুই হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা দেবে বলে আমার স্বামীকে বাড়ি থেকে রাতে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকে বেধরক মারধর করা হয়। এরপর আমাকে সমস্ত ঘটনা জানাই। আমার স্বামীকে তড়িঘড়ি রাতেই গাজোল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি আমার স্বামীকে। চিকিৎসা চলাকালীন এদিন সকালে মৃত্যু হয় আমার স্বামীর। অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 17 =