মুখ ধুতে গিয়ে ভুল করে ফেলছেন না তো?

ত্বক ভালো রাখতে মুখ ধোওয়া অত্যন্ত জরুরি। কিন্তু কীভাবে? মুখ ধোওয়ার সময় কোনও ভুল হয়ে যাচ্ছে না তো? এ ব্যাপারে জেনে কয়েকটা জরুরি টিপস।

 ১) মুখ না ভিজিয়ে ফেসওয়াশ দেওয়া

সব সময় মুখ জল দিয়ে ভিজিয়ে, হাতে ফেসওয়াশ ভাল করে মেখে নিন। তার পর মুখে মাখুন। কারণ, একে বারে শুকনো মুখে ফেসওয়াশ মাখলে তা ত্বকে সমান ভাবে ছড়িয়ে পড়তে পারে না। এক্ষেত্রে এক জয়গায় ফেসওয়াশ বেশি ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে।

২) পরিমাণ

অনেকের ধারণা খুব বেশি পরিমাণ ফেসওয়াশ নিয়ে ধুলেই কাজ হবে। আবার অনেকে মনে করেন, মুখে যতই তেল বা ধুলো-ময়লা থাকুক, খুব বেশি ফেসওয়াশ না লাগালেও চলে। তবে এক্ষেত্রে মধ্যমপন্থায় সবেচেয়ে ভালো। খুব বেশিও না, আবার খুব কমও না। মুখের আকার, মুখ কতটা নোংরা হয়েছে, সেই মতো ফেসওয়াশের পরিমাণ বুঝে দিন।

৩) সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা

অনেকেই ফেসওয়াশ মাখার সঙ্গে সঙ্গেই মুখ ধুয়ে ফেলেন। মনে করেন বেশি ক্ষণ মুখে ফেসওয়াশ রাখলে ত্বক শুষ্ক হয়ে পড়বে। এই ধারণা পুরোপুরি ভুল নয়। আবার সবটা ঠিকও নয়। ত্বকের ধরন অনুযায়ী বিশেষ বিশেষ উপাদান দিয়ে তৈরি ফেসওয়াশগুলিতে থাকা সক্রিয় উপাদানগুলি কাজ শুরু করার আগেই যদি ধুয়ে ফেলেন, তাতে ত্বকের বিশেষ লাভ হয় না।

৪) ঘষে ঘষে মুখ মোছা

ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরই খসখসে তোয়ালে দিয়ে ঘষে ঘষে মুখ মোছার অভ্যাস কিন্তু ত্বকের ক্ষতি করে। বিশেষজ্ঞদের মত, তা না করে পরিষ্কার, নরম সুতির কাপড়ে মুখের জল চেপে মুছে নিন। ঘষার কোনও প্রয়োজন পড়বে না।

৫) সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজ়ার না মাখা

মুখ হালকা করে মুছে নেওয়ার সঙ্গে সঙ্গেই ময়শ্চারাইজ়ার না মাখলে, ত্বক আর্দ্রতা হারায়। ত্বক চিকিৎসকরা বলেন, মুখ ধোয়ার পর হালকা ভেজা ভেজা অবস্থাতেই ময়শ্চারাইজার মেখে নেওয়া ভাল। ভেজা ত্বকে ময়শ্চারাইজার মাখলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − ten =