তারা-বীর ডেট করছেন? তারার নয়া পোস্টে জল্পনা!

বলি পাড়ায় গুঞ্জন তারা সুতারিয়া (Tara Sutaris) ও বীর পাহাড়িয়া (Veer Paharia) ডেট করছেন। অন্তত, তারা সুতারিয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট তাই বলছে। এর আগে বীরের পোস্ট করা ছবিতে তারা কমেন্ট করেছিলেন ‘আমার’। এরপর তাদের দু’জনকে নানা ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছে। তবে, এবার তারার গণেশ উৎসব উপলক্ষে ছবি পোস্ট করার পর নেটিজেনদের নয়া চর্চা এখন তাঁদের ঘিরেই।

তারা সুতারিয়া গণেশ পুজো উপলক্ষে ছবির একটি সিরিজ শনিবার শেয়ার করেন, এবং সেখানেই বীরের সঙ্গে পোজ করতে দেখা যায় তাকে। দু’জনে রং মিলান্তি পোশাক অর্থাৎ সাদা পোশাকে ধরা দিলেন ক্যামেরার সামনে। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন দেন, ভক্তি, বিশ্বাস এবং উদ্যাপন… গণপতি বাপ্পা মোরেয়া। ছবির নীচে বীরকে দুটি হার্ট ইমোজি কমেন্ট করতে দেখা যায়। ভক্তরাও ছবিতে ভালোবাসা ভরিয়ে দিয়েছেন, একজন লিখেছেন, বেস্ট কাপল। আর একজন লিখেছেন, তোমরা তাড়াতাড়ি বিয়ে করে নাও।

এর আগে, বিভিন্ন ইভেন্ট সহ বেশ কয়েকবার মুম্বই এয়ারপোর্টেও একসঙ্গে দেখা গিয়েছে তারা ও বীরকে, সেই থেকে বলিপাড়ায় গুঞ্জন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 10 =