কন্যা সন্তানের বাবা হলেন আরবাজ খান

কন্যা সন্তানের বাবা হলেন আরবাজ খান (Arbaaz Khan)। আরহান খানের পর এটি আরবাজের দ্বিতীয় সন্তান। ৫ অক্টোবর কন্যা সন্তানের জন্ম দিলেন আরবাজ পত্নী সুরা খান। ৪ অক্টোবর পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুরা।

২০২৩ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন মেকআপ আর্টিস্ট সুরা ও আরবাজ। এরপর জুন মাসেই তাঁদের প্রেগন্যান্সির খবর সামনে আসে। হাসপাতালে আরবাজের ছেলেকে আরহানকেও দেখা যায়। জানা গিয়েছে, শুটিংয়ে ব্যস্ত থাকার জন্য হাসপাতালে যেতে পারেননি সলমন খান। তবে খুব তাড়াতাড়ি পরিবারের সঙ্গে খুশি উদযাপনে সামিল হবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই আরবাজ ও সুরা বেবি সাওয়ারের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে সামিল হয়েছিলেন বন্ধু-পরিবার সকলে।
প্রসঙ্গত, ১৯ বছর একসঙ্গে থাকার পরে বিবাহ বিচেছদ হয় মালাইকা ও আরবাজের। এরপরই তাঁরা ২০১৭ সালে আলাদা হয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seventeen =