প্রার্থীকে নিয়ে ভোট প্রচারে বেরিয়ে বেধড়কভাবে মার খেলেন বিজেপির বুথ সভাপতি। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির বুথ সভাপতিকে মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হুগলির আরামবাগ ব্লকের গৌরহাটি ১ নম্বর অঞ্চলের পারাবাগনান গ্রামে। আক্রান্ত বিজেপি বুথ সভাপতি নাম রামপ্রসাদ বারুই। এদিন তিনি ১৭ নম্বর সংসদের ২৪৩ নম্বর বুথের প্রার্থী রমজান আলি শা এর সমর্থনে এদিন তিনি ভোট প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় লাঠি দিয়ে বিজেপির বুথ সভাপতিকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল কর্মী চিন্ময় সাঁতরার অনুগামীদের বিরুদ্ধে। বাইক নিয়ে এসে হঠাৎ করেই রামপ্রসাদ বারুইকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয়রা ওই বিজেপির বুথ সভাপতিকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি স্বপন নন্দী জানান, পারিবারিক বিবাদের ঘটনা এটা। এগুলোকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে। এই মারধরের ব্যাপারে আমাদের তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নই। এটা বিরোধীদের চক্রান্ত। ঘটনা প্রসঙ্গে বলা যেতে পারে ভোটের শেষ পর্বের প্রচারেও মারধরের ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে।