আন্তর্জাতিক গোঁসাই পরবের কাউন্ট ডাউন শুরু হয়ে গেল হুগলি জেলার আরামবাগে। এদিন শহরের মধ্যে বাইক মিছিলের মাধ্যমে আন্তর্জাতিক গোঁসাই পরবের শেষ প্রচারের ঝড় তুললেন আয়োজকরা। বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি আরামবাগের আমতলা সংলগ্ন মাঠে এই ঐতিহ্যবাহী গোঁসাই পরবের উদ্বোধন হবে। এই লোক উৎসবকে কেন্দ্র করে আরামবাগবাসীর উন্মাদনা বেশ চোখে পড়ার মতো। ইতিমধ্যেই মাঠ চত্বর সেজে উঠেছে। এই লোক উৎসবের আয়োজন করেছে গোঁসাই পরব কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটা মিলন স্থল হতে চলেছে এই লোক উৎসব। গোঁসাই পরবের মুল আকর্ষণ হিসাবে থাকছে, বাংলাদেশ, জাপান-সহ বিভিন্ন দেশের ও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বাউল -ফকিরদের অনুষ্ঠান, বাউক ফকির আখড়া, ছড়ার হাট, লাইভ পেন্টিং, ছোটদের জন্য বিশেষ মেলা, বিভিন্ন বাদ্যযন্ত্রের সম্ভার, পোশাক, হাতের তৈরি গয়না, রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত হস্তশিল্পের মেলা এবং সোনাঝুরির হাট। এই বিষয়ে কমিটির সম্পাদক শান্তনু রায় বলেন, আমাদের এই উৎসাহ বিফলে যাবে না বলেই আমার বিশ্বাস। বাউল ফকিরদের সঙ্গে বন্ধন তৈরি করতে, তাঁদের গান, জীবন, ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে নিশ্চিতভাবেই সুফল মিলবে গোঁসাই পরবের। ভারতের কৃষ্টি ও সংস্কৃতি এবং মানবতার জয়গান করতেই আমাদের এই উদ্যোগ। গোঁসাই পরবের মাধ্যমে আমরা মানব বন্ধনে আবদ্ধ হতে চাই।