চেন্নাই : জনপ্রিয় সঙ্গীত পরিচালক এ আর রহমান ভালো আছেন, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, এ আর রহমান রবিবার সকালে ডিহাইড্রেশনের লক্ষণ নিয়ে গ্রীমস রোডের অ্যাপোলো হাসপাতালে যান এবং চেকআপের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সূত্রের খবর, চেন্নাইয়ের গ্রিমস রোডের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয় রহমানকে। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। সঙ্গীত পরিচালকের অ্যাঞ্জিয়োগ্রাফিও করা হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।