পদযাত্রা করে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধের আবেদন পুরসভার

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: পদযাত্রা করে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধের আবেদন জানালেন পুরসভার মেমারি পুরসভার পুরপতি স্বপন বিষয়ী, উপ পুরপতি সুপ্রিয় সামন্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ব্যবসায়ী সহ নাগরিকদের কাছে পলিথিন ব্যবহার বন্ধ করার আবেদন জানাতে রীতিমতো হাতজোড় করে পথে নামতে দেখা গেল তাঁদের। তাঁরা জানান, যে ভাবে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে পলিথিন তাতে পরিবেশ যেমন দূষিত হচ্ছে তেমনই নিকাশির সমস্যা তৈরি হচ্ছে। বর্ষার মরশুমে বৃষ্টি হলেই জল জমছে ওয়ার্ডে। আর জমা জলে ডেঙ্গুর মশার প্রাদুর্ভাব বাড়ছে। এই পরিস্থিতিতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হল পুরসভার পক্ষ থেকে।
নির্দেশ না মানলে পুর পরিষেবা যেমন বন্ধ করা হবে পাশাপাশি বিক্রেতা ও ক্রেতাদের ৫০০ টাকা ও ৫০ টাকা জরিমানা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ব্যাগ বা থলি সঙ্গে করে এনে বাজারে আসার আহ্বান জানানো হয় পুরসভার পক্ষ থেকে। একই সঙ্গে ফুটপাথ দখল করে যাঁরা ব্যবসা করছেন বা পণ্য সাজিয়ে রেখেছেন, তাঁদের সতর্ক করা হয় এবং মানুষের হাঁটার জন্য ফুটপাথ ছেড়ে দিতে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 3 =