অনুব্রত ঘনিষ্ঠ জিতেন বাগদিকে এবার সিবিআই তলব

পূর্ব বর্ধমান: সিবিআইয়ের নজর এবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে। অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জেল হেপাজতের নির্দেশের পর এবার দুর্নীতির মামলায় সিবিআই তলব করল আউশগ্রামের এক তৃণমূল কংগ্রেসের নেতাকে। জিতেন বাগদি নামের ওই তৃণমূল নেতা আউশগ্রামের ভাল্কি এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। চলতি মাসের প্রথমদিকে তাঁকে ওই পদে দায়িত্ব দেন অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, জিতেন বাগদিকে আগামী ২ সেপ্টেম্বর বিকেল তিনটের সময় নিজের বাড়িতে থাকতে বলা হয়েছে। জিতেনের বাড়ি আউশগ্রামের প্রেমগঞ্জ গ্রামে। সেখানে গিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। যদিও জিতেন বাগদি বলেন, নোটিস হাতে পাইনি। কিছু জানি না। ভাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে অরূপ মিদ্দাকে সরিয়ে জিতনকে ওই পদে বসানো হয় বলে তৃণমূল সূত্রে খবর। গোরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর এবার দুর্নীতি মামলায় আউশগ্রামের ওই শাসকদলের নেতাকে সিবিআই তলব করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =