গোরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কন্যা সুকন্যাকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই (CBI) আধিকারিকরা।
প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট ধরে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রত-কন্যার বয়ান রেকর্ড করা হয়েছে। চালকলে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার দুপুরে বোলপুরে নিচুপট্টিতে তৃণমূল নেতার বাড়িতে যান তদন্তকারীরা। সিবিআইয়ের ওই দলে মহিলা আধিকারিকরাও ছিলেন। সিবিআই সূত্রে খবর, সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতেই অনুব্রতর বাড়িতে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। গত ১৭ অগস্ট সিবিআই অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে যায় বাড়িতে। কিন্তু সুকন্যার দেখা মেলেনি। তখন সুকন্যার তরফে জানানো হয়েছিল, তাঁর মানসিক অবস্থা ভালো নেই। তবে এদিন সমস্ত রকম আইনি প্রক্রিয়া মেনেই অনুব্রতর বাড়ি যান আধিকারিকরা।
অনুব্রতকে গ্রেপ্তারের পর একাধিক সম্পত্তির হদিস মিলেছে বলে দাবি করেছে সিবিআই। বীরভূমের একাধিক রাইস মিলে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। ভোলে ব্যোম রাইস মিলের প্রাক্তন মালিকের ছেলে শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদও করতে পারে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, শান্তিনিকেতনের রতনকুঠির সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিও গিয়েছেন।