শুল্ক আধিকারিকদের নাকি হুমকি দিতেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলার শুনানিতে বুধবার আদালতে এমনই দাবি করল সিবিআই। বিচারক জানতে চান, বাংলাদেশে গরু পাচারে কী ভাবে জড়িত অনুব্রত, তার প্রেক্ষিতে এই দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। আদালতে অনুব্রতের আইনজীবী সওয়াল করেন বাংলাদেশে যে গরু পাচার করা হত, তার কোনও নির্দিষ্ট তথ্য নেই সিবিআই আধিকারিকদের কাছে। যদিও সিবিআইয়ের দাবি, এনামুলের সঙ্গে সরাসরি অনুব্রত যুক্ত।সিবিআইয়ের দাবি, গরুর হাট থেকে গরু যেত বাংলাদেশ সীমান্তে। তার পুরো তথ্য দেওয়া হয়েছে সিডিতে। শুল্ক দফতর কোনও কোন পদক্ষেপ করলে স্থানীয়রাই বিভিন্নভাবে বাধা দিতেন। আর পুরোটাই হত অনুব্রতের অঙ্গুলিহেলনে।
সিবিআইয়ের আইনজীবী কালীচরণ মিশ্রের দাবি, অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেন মধ্যস্থতার কাজ করতেন এবং অনুব্রতের জন্য টাকা তুলতেন। অনুব্রতের আইনজীবী ফারুক রজ্জাক বলেন, ‘সায়গল যে টাকা তুলতেন, তাতে আমার মক্কেলের কী দোষ? তিনি কি বলতেন টাকা তুলতে? তার কি কোনও প্রমাণ দিয়েছে সিবিআই?’ দুপক্ষের বক্তব্য ও সওয়াল শুনে বিচারক অনুব্রতর জামিনের আর্জি খারিজ করে দেন। আরও দুসপ্তাহ বাদে হবে তাঁর আইনি শুনানি।