আপাতত স্বস্তি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ সংক্রান্ত মামলায় ভাঙড়ের বিধায়কের আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। হাইকোর্ট জানায়, তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে নওসাদকে। তদন্তকারী আধিকারিরের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না নওসাদ।
নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে কলকাতার বউবাজার থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনেন এক তরুণী। ‘তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে’, পাল্টা অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওসাদ।
গত ৫ জুলাই দুপুরে ভাইকে সঙ্গে নিয়ে নিউটাউন থানায় আসেন ওই তরুণী। তাঁর সঙ্গে ছিলেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত বিধাননগরের তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ওই তরুণীর অভিযোগ ছিল, ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সহবাস করেছেন নওসাদ। ভালবাসার নামে তিনি প্রতারিত হয়েছেন। পরে বউবাজার থানায় গিয়ে ওই তরুণী অভিযোগ জানান।