আবার ভয়ংকর অগ্নিকাণ্ড উখড়া বাজারে

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: গত বৃহস্পতিবার অণ্ডালের উখড়া বাজারের একটা বেসরকারি ব্যাংকের ছাদের ওপর ফেলে রাখা আবর্জনায় ভয়ঙ্কর আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার ৩ দিন পার হতে না হতেই রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ উখড়া পঞ্চায়েত অফিসের একেবারে সামনেই একটা দোকানের ছাদের ওপর ফেলে রাখা আবর্জনাতে আগুন লক্ষ্য করেন ব্যবসায়ীরা। তীব্র গরমে তেতে আছে সবকিছুই, তাই আগুন খুব শীঘ্রই ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই আতঙ্কিত হয়ে পড়েন বাজারের ব্যবসায়ী মহল তথা স্থানীয় পথচলতি মানুষজন। একেবারেই সামনে পঞ্চায়েত অফিস থাকায় আতঙ্কিত হয়ে পড়েন পঞ্চায়েত অফিসের কর্মীরাও। পঞ্চায়েত অফিসের ঠিক কাছেই একটা লেপ তোষক বানানোর দোকানের ছাদের ওপর ফেলে রাখা আবর্জনাতে কেউ বা কারা আগুন ধরিয়ে দেন বলে প্রাথমিক ভাবে জানা যায়। ঘটনায় অলডাউন উখড়া রাস্তায় একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে। হাজার মানুষ ভিড় জমান রাস্তার ওপর। দমকলের একটা ইঞ্জিন ও স্থানীয় মানুষদের প্রচেষ্টায় আগুন নেভানো হয়।
ঘটনার খবর শুনেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন উখড়া পঞ্চায়েতের প্রধান ,উপপ্রধান সহ অন্যান্য নেতৃত্ব। স্থানীয় বাসিন্দা সুরেশ সাউ অভিযোগ করেন, এই নিয়ে তিন তিনবার ঠিক এভাবেই আগুন লাগার ঘটনা ঘটল। যে ব্যক্তি দোকানের ওপর লেপ তোষকের তুলো ঝাঁড়ার কাজ করেন, এর আগেও এভাবে আগুন লাগার ঘটনায় আশপাশের বাড়িঘরেও আগুনের তীব্রতা পৌঁছেছিল বলে তিনি জানান। সুরেশবাবু জানান, লেপ তোষকের দোকানদার দোকান এখানে রাখুন, কিন্তু গোডাউন অন্য জায়গায় করুন। নইলে যে কোনও দিন বড়সড় বিপদ ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − nineteen =