মন্ত্রী কন্যার সাধের চাকরি যাওয়ার পর আর এক শিক্ষকের ডাক পড়েছে সিবিআইয়ের। অভিযোগ দুর্নীতির। প্রশ্ন উঠছে, এরা নাকি সমাজ গড়ার কারিগর। অভিযুক্ত শিক্ষকের নাম সিদ্দিক গাজি। বসিরহাটের স্বরূপনগর থানার শাড়াফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গ্রামের গণিতের শিক্ষক সিদ্দিক গাজি। ২০১৮ সালে নবম ও দশম শ্রেণির জন্য বিজ্ঞান বিভাগে শিক্ষকতার চাকরি পান, মুর্শিদাবাদে সলুয়াডাঙা উচ্চ বিদ্যালয়ে। গণিতের শিক্ষক হিসেবে চাকরি করতেন। সম্প্রতিকালে টেটের মস্ত বড় দুর্নীতি প্রকাশ্যে আসতেই মন্ত্রীকন্যার চাকরি যায়। তারপর একে একে তালিকার চেহারা বাড়তে শুরু করেছে। এবার সেই তালিকায় নাম যোগ হল স্বরূপনগরের সিদ্দিক গাজির। ২০০ জনের মধ্যে মেধা তালিকায় ২৭৫ নম্বর স্থানাধিকারী ছিল এই সমাজের কারিগর সিদ্দিক গাজি। অভিযোগ উঠেছে তিনি চাকরি পেয়েছেন সম্পূর্ণ অবৈধভাবে। এদের মধ্য মেধা তালিকায় নাম ছিল অনুপ গুপ্তার। তিনি বুঝতে পেরেছিলেন টেটের দুর্নীতি হয়েছে। তাই তিনি হাইকোর্টে মামলা করেন, তারপর এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই হাইকোর্টের নির্দেশে স্বরূপনগরের সিদ্দিক গাজির চাকরি থেকে বরখাস্ত করা হয়। গত বুধবার দুপুরে হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন সিদ্দিক গাজিকে সিবিআই তদন্তের মুখোমুখি হতে হবে। সেই নির্দেশ মতো মুখোমুখি হতে চলেছে স্বরূপনগরের আর এক শিক্ষক সিদ্দিক গাজি।