ছত্তিশগড়ে ফের সাফল্য, পৃথক এনকাউন্টারে নিহত ১৪ মাওবাদী

রায়পুর : নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য মিলল ছত্তিশগড়ে। শনিবার সুকমা এবং বিজাপুর জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে ১৪ মাওবাদী।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুকমা জেলায় এনকাউন্টারে মাংটু নামে এক মাওবাদী-সহ ১২ মাওবাদীর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, সুকমায় হুঙ্গা মদকম নামে এক কুখ্যাত মাওবাদী-সহ দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + four =