ফের গুলি চলল মহানগরী কলকাতায়, গুলিবিদ্ধ এক তরুণ

কলকাতা : ফের শহর কলকাতায় শুটআউট। নতুন করে এই গুলি চালানোর ঘটনায় উঠছে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। বুধবার রাত ১১টা নাগাদ কসবার প্রান্তিক পল্লিতে অভিজিৎ নাইয়া (১৮) নামে এক যুবককে লক্ষ্য করে চালানো হয় গুলি। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে, সূত্রের খবর এমনটাই।

আহত অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিজিৎকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই শুটআউটের ঘটনার পরে ফের প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

সূত্রের খবর, একটি পরিত্যক্ত জায়গায় বুধবার রাতে কয়েকজন জমায়েত করে খাওয়া দাওয়া করছিল। গুলি চলার সময় ওই তরুণের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে খবর। উদ্ধার হয়েছে কার্তুজের খোল। ছিল খাবারের প্যাকেট, মদের বোতল। পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =