সন্দেশখালি : সন্দেশখালিতে গাড়ি চাপা দিয়ে তৃণমূল কর্মী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে শনিবার রাতে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ।
গত শুক্রবার রাতে সন্দেশখালির ন্যাজাটের রাজবাড়ি এলাকা থেকে রুহুল কুদ্দুস তরফদারকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল। ওই রাতেই দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থেকে গ্রেফতার করা হয় উত্তম সর্দার ওরফে সুশান্ত নামে আরও এক জনকে।
শনিবার রাতে ন্যাজাট থানার পুলিশ এই ঘটনায় গোলাম হোসেন মোল্লা নামে আরও এক জনকে গ্রেফতার করে। হাসনাবাদ থানা এলাকা থেকে তাকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি হাটগাছি পঞ্চায়েতের শিমূলহাটি এলাকায়।

