পাথর প্রতিমা : পাথর প্রতিমার ঢোলাহাটে বাজি বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার চন্দ্রকান্তের ভাই তুষার বণিক।
বাজি কারখানায় বিস্ফোরণ প্রাণ কেড়েছিল ৮ জনের। তদন্তে নেমে সেই বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে আগেই গ্রেফতার করেছিল পুলিশ।
এ বার তার ভাই তুষার বণিককে গ্রেফতার করল পুলিশ।