হাওড়া : রাজ্যে ফের বড়সড় একটি জাল ওষুধ চক্রের হদিশ মিলেছে। অভিযোগ উঠেছে নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধ বিক্রির।
ওষুধের স্ট্রিপের উপর জাল কিউআর কোড লাগিয়ে দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। হাওড়ার আমতায় ওই ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেফতার করা হয়। গুদাম থেকে ১৭ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে ড্রাগ কন্ট্রোল দফতর।
সূত্র মারফত জাল ওষুধ সরবরাহের খবর পেয়ে গতকাল রাতে আমতার মান্না এজেন্সি নামে ওই ওষুধ সরবরাহকারী সংস্থার গুদামে হানা দেয় ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকরা।
অভিযুক্ত এজেন্সির অফিস সিল করে দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে সংস্থার মালিক বাবলু মান্নাকে। তদন্তের জন্য বেশ কিছু নথিও নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ওই এজেন্সি ১ কোটি ৮৬ লক্ষ টাকার জাল ওষুধ বাজারে সরবরাহ করেছে বলে খবর।
গত বছর ডিসেম্বর মাসে খাস কলকাতা থেকে জাল ওষুধ ছড়ানোর অভিযোগে গ্রেফতার হন এক মহিলা। সেই ঘটনার সঙ্গে আবার বাংলাদেশ যোগও পাওয়া যায়। প্রায় ৬.৬ কোটি টাকা মূল্যের ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছিল সেই সময়। ওষুধগুলি আমেরিকা, বাংলাদেশ, তুরস্কের তৈরি ছিল।