বিজয়ওয়াড়া : আরও একটি বড় সাফল্য অর্জন করেছে অন্ধ্রপ্রদেশের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সকালে এক সংঘর্ষে ছয় মাওবাদী নিহত হয়েছে। এর কিছুক্ষণ পরেই, রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ জন মাওবাদীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের এডিজি ইন্টেলিজেন্স মহেশ চন্দ্র লাড্ডা, আল্লুরি সীতারামরাজু জেলার পুলিশ সুপার অমিত বারদার সাংবাদিকদের এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানান। লাড্ডা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬.৩০ থেকে ৭ টার মধ্যে আল্লুরি সীতারামরাজু জেলার মারেদুমিল্লি বনাঞ্চল এলাকায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় হয়। এই সংঘর্ষে ছয় মাওবাদী নিহত হয়েছে। লাড্ডা জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই দিন ধরে একটি বিশাল তল্লাশি অভিযান চলানো হচ্ছে। এখনও তল্লাশি অভিযান চলছে। মাওবাদীদের কাছ থেকে বিভিন্ন ধরণের অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
এডিজি মহেশ চন্দ্র লাড্ডা জানিয়েছেন, বিজয়ওয়াড়া এবং কাকিনাড়ায় অভিযান চালিয়ে ৩১ জন মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ২৭ জন মাওবাদী রয়েছেন যারা বিজয়ওয়াড়ার কাছে পেনামালুর অটোনগরের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে ২১ জন মহিলা এবং ছয়জন পুরুষ রয়েছেন।
সকলেই ছত্তিশগড়ের বাসিন্দা। তিনি জানিয়েছেন, এই মাওবাদীদের মধ্যে নয়জন কেন্দ্রীয় কমিটির সদস্য দেবজির নিরাপত্তায় নিযুক্ত দেহরক্ষী এবং আটজন দণ্ডকারণ্য বন রেঞ্জের সদস্য। এছাড়াও, কাকিনাড়া থেকে আরও চারজন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে।

