ঢাকা : ‘প্লট বরাদ্দে দুর্নীতির’ পৃথক তিন মামলায় শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে কারাদণ্ডের শাস্তি দিল ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত। বৃহস্পতিবার তিনটি আলাদা মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জয়কে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও হাসিনা কন্যা পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে করা তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া পৃথক দুই মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

