নির্বাচন কমিশনের ‘নিষ্ক্রিয়তা’য় ক্ষুব্ধ, ফের কড়া চিঠি তৃণমূলের

নয়াদিল্লি : রাজ্যে উপনির্বাচনের আবহে বিজেপি নেতাদের ‘উসকানিমূলক’ বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চেয়েছিল তৃণমূল। সময় দেওয়া হয়েছে সোমবার দুপুর সাড়ে ৩টেয়। আর তাতেই আপত্তি তুলল তৃণমূল। এবার কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে কড়া ভাষায় পাঠানো হল চিঠি।

শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাতে একপ্রস্ত আলোচনার পর সময় চেয়েছিলেন ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবরা। তাঁদের প্রশ্ন, সোমবার বিকেল ৫টায় প্রচার শেষ। সাড়ে ৩টেয় আলোচনার ভিত্তিতে কীভাবে বিজেপি নেতাদের প্রচারে লাগাম পরাবে কমিশন? আর এহেন আচরণ বিজেপিকেই সুবিধা পাইয়ে দেবে বলে মনে করছে তৃণমূলের প্রতিনিধিদল।

এই অবস্থায় সোমবার কমিশনকে লেখা চিঠিতে বেশ কড়া সমালোচনা করা হয়েছে তৃণমূলের তরফে। তা নিয়ে রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন বলেন, ”নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতহীন নয়। আমাদের মনে হচ্ছে, এই আচরণ বিজেপিকে সুবিধা পাইয়ে দেবে।”

তৃণমূলের অভিযোগ পেয়েও সময়মতো পদক্ষেপ না নেওয়ায় দলের রাজ্যসভার আরেক সাংসদ সাকেত গোখলেও এনিয়ে কমিশনের উদ্দেশে কড়া ভাষায় সমালোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 1 =