ছাত্রেনতা আনিসের মৃত্যুর ছ’দিনের মাথায় তাঁর পারিবারিক ও ধর্মীয় রীতি অনুযায়ী পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হল আমতার বাড়িতে। বৃহস্পতিবার সকাল থেকে আনিসের বাড়েতে ভিড় জমাতে থাকেন আত্মীয়-পরিজন, পরিচিতরা। বাড়ির সামনেও জটলা হয়। প্রত্যেকেই ক্ষোভে ফুঁসছেন। ছাত্র নেতা আনিসের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে আমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছে আনিসের পরিবার ও তাঁর পাড়ার লোকজন। চলছিল তাঁদের দাবি, আনিস-হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হলেও, তাঁরা কার নির্দেশে গত শুক্রবার আনিসের বাড়িতে এসেছিলেন জানা যায়নি। তদন্তকারীরা আগে সেই তথ্য প্রকাশ্যে আনুন।আনিসের হত্যার ঘটনায় যদি পুলিশের আরও বড় কোনও মাথা যুক্ত থাকে, তবে তাঁকেও গ্রেফতার করা হোক।