কলকাতা : “নির্যাতিতার বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা তুলেছেন অনিকেত মাহাতোরা”। শনিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক থেকে নবসৃষ্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে শ্রীশ চক্রবর্তী এই অভিযোগ করেন।
শ্রীশের অভিযোগ, মুখ্যমন্ত্রীর সামনে আমাদের নামে বলা হয়, ‘নটোরিয়াস ক্রিমিনাল’! আর
যারা নির্যাতিতা দিদির বিচারের নামে ৪.৭৫ টাকা তুলেছে। ওরা কি নটোরিয়াস ক্রিমিনাল নয়?”
শ্রীশের প্রশ্ন, আপনারা কি জানেন, নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে সই করার জন্য রিয়া বেরা নামে এক চিকিৎসকের অ্যাকাউন্টে ২৮ লক্ষ টাকা ঢুকেছে? আমরা চাই সঠিক তদন্ত হোক।”
কে এই রিয়া বেরা? আর জি করের অপর জুনিয়র চিকিৎসক সৌরভ দাসের অভিযোগ, “রিয়া বেরার বিরুদ্ধেও সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ রয়েছে। অথচ সেও কি না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য।”
তাঁর অভিযোগ, “মূল ইস্যু থেকে সরে অনিকেত, দেবাশিসরা আন্দোলনকে বেলাইন করছে। প্রতিবাদ জানাতে গিয়ে আমরাই থ্রেট কালচারের শিকার হয়ে গেলাম। সে কারণেই বাধ্য হয়ে আমরা নতুন সংগঠন তৈরি করে মানুষের কাছে সবটা জানাতে সামনে এলাম।”