নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: অণ্ডালের ধাণ্ডাডিহি এলাকার ৬৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই কেন্দ্রের দিদিমণি তাঁর মর্জি মাফিক চালাচ্ছেন কেন্দ্রটি বলে অভিযোগ স্থানীয় অভিভাবকদের। প্রতিবাদে সোমবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা তথা অভিভাবক সেলিনা বিবি ও সাদ্দাম শেখরা অভিযোগ করেন, এই কেন্দ্রের দিদিমণি প্রায়শই আসেন না, আর সে কারণেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পড়াশোনা শিকেয় উঠেছে। পাশাপাশি খাবারের সঙ্গে সবজি থাকে না এবং খাবার খুব নিম্নমানের দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও ধাণ্ডাডিহি গ্রামে আরও যে সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি রয়েছে সেগুলি শনিবার খোলা থাকে, কিন্তু ব্যতিক্রম এই কেন্দ্রটি। কোনও রকম আগাম নোটিশ ছাড়াই প্রত্যেক শনিবার এই কেন্দ্রটি বন্ধ থাকে বলেও অভিযোগ।
সোমবার সকালবেলা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে এলাকার অভিভাবকরা ভিড় জমান। যদিও এদিনও দিদিমণির উপস্থিতি নেই এই কেন্দ্রে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা সাদ্দাম শেখ জানান, এভাবেই চলতে থাকলে আগামী দিনে এই দিদিমণির বিরুদ্ধে বিডিও তথা প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হবে।