নিজস্ব প্রতিবেদন, আসানসোল: লক্ষ্মীপুজোর জন্য পদ্মফুল তুলতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আসানসোলের জামুড়িয়ায়। জামুড়িয়া থানার সায়ের পাড়ার বাসিন্দা মৃত বৃদ্ধর নাম রামাপদ রুইদাস (৭৫)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির লক্ষ্মীপুজোর জন্য শুক্রবার সকালে আটটা নাগাদ বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরে গ্রামের একটা পুকুরে পদ্মফুল তুলতে যান রামাপদ রুইদাস। ঘণ্টাখানেক পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা পুকুরের জলে ওই বৃদ্ধকে ভাসতে দেখেন। খবর পেয়ে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কোনও দিনই রামাপদ ওই পুকুরে লক্ষীপুজোর জন্য পদ্মফুল তুলতে যাননি। এইবারই প্রথম তিনি পুকুরে পদ্মফুল তুলতে যান ও এই ঘটনা ঘটে। স্বাভাবিক ভাবেই বাড়ির লোকেরা এই ঘটনায় শোকগ্রস্ত হয়ে পড়েন। এলাকাতেও শোকের ছায়া নেমে আসে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, অসাবধানতার কারণে পদ্মফুল তুলতে গিয়েই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।