ট্রেনের কামরাতেই শিশুর জন্ম দিতে সাহায্য করল হাওড়া স্টেশনে কর্মরত মহিলা রেল পুলিশ আধিকারিকরা। সোমবার ১২৮৬৪ যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস ট্রেন ১৮ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। ওই প্ল্যাটফর্মে তখন স্নিগ্ধা বালা, পিঙ্কি পাণ্ডে ও এ তিরকে নামের আরপিএফ কর্মীরা প্রতিদিনের প্ল্যাটফর্ম পরিদর্শনে বেরিয়েছিলেন। ট্রেনের এস-৬ নম্বর কামরা থেকে তাঁরা এক মহিলার যন্ত্রণায় কাতরানোর আওয়াজ শুনতে পান। তাঁরা ১২৮৬৪ যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস ট্রেনের কামরার সামনে এসে দাঁড়ান। তাঁরা ভিতরে প্রবেশ করে দেখেন এক সন্তানসম্ভবা মহিলা তার প্রসব যন্ত্রণাতে কাতরাচ্ছেন। দেখার সাথে সাথে তাঁরা দুপাশের জানলার কাঁচ বিছানার চাদর দিয়ে ঢেকে দেন। ওই মহিলাকে ট্রেনের কামরার মধ্যেই সন্তান প্রসব করতে সর্বতভাবে সাহায্য করেন তাঁরা।
অসম থেকে আসা ওই মহিলার বিস্তারিত বিবরণ দেওয়া হয় পূর্ব রেলের তরফ থেকে। ওই মহিলার নাম ললিতা গোন্দ। তার বাড়ি অসমের উদোলগিরির চেহাদাগিচা, দিমাকুচি এলাকাতে। তার স্বামীর নাম পদন প্রজা। তার সন্তান প্রসবের পরেই ওই তিন মহিলা আরপিএফ কর্মী অ্যাম্বুল্যান্স ডেকে সদ্যজাত শিশুটিকে রেলের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ওই সদ্যজাত শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন। মা ললিতা গোন্দ ও তার সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান উভয়েই সুস্থ রয়েছে বলেই জানিয়েছে পূর্ব রেল। আপাতত মা ও সন্তান দুজনেই হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ রয়েছে বলেই রেল সূত্রে জানা গিয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে ওই তিন মহিলা আরপিএফ কর্মীর কাজের প্রশংসা করা হয়েছে।