শ্রীনগর : বিগত বেশ কিছু দিন ধরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপদ্রব বেড়েই চলেছে। সোমবারের পর মঙ্গলবারও জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই অব্যাহত। সোমবার ভোরে রাজৌরির এক সেনাছাউনিতে অতর্কিতে হামলা চালিয়েছিল এক দল জঙ্গি। আর মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ কাশ্মীর উপত্যকার ব্যাটল সেক্টরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে।
সেনাবাহিনী সূত্রে খবর, ব্যাটল এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। পাহাড়ি এলাকায় জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গিরা প্রবেশ করার চেষ্টা করলেই জওয়ানরা গুলি চালান। পাল্টা জঙ্গিদের দিক থেকেও ধেয়ে আসে গুলিবর্ষণ। জঙ্গিদের ছোড়া গুলি লাগে এক সেনা জওয়ানের গায়ে। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ভোর ৩টে থেকে জঙ্গি এবং ভারতীয় সেনার মধ্যে গুলির লড়াই চলছে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডলে পোস্ট করে মঙ্গলবারের অভিযানের কথা জানিয়েছে। তারা আরও জানিয়েছে, ভারতীর সেনার সাহসিকতার সামনে পড়ে জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়েছে। জঙ্গিদের অনুপ্রবেশ আটকানো গিয়েছে।