কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে অমিতাভ, শাহরুখ, সলমন

সিনেমাপ্রেমীদের জন্য দারুণ সুখবর ৷ ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে এবার একসঙ্গে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সলমন খান ৷ এই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির থাকতে চলেছেন বলিউডের মেগাস্টার ত্রয়ী ৷ আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

বক্স অফিসে ‘টাইগার থ্রি’ মুক্তির পর থেকেই চুটিয়ে ব্যবসা করছে ভাইজানের এই সিনেমা। ইতিমধ্যেই চলচ্চিত্র উৎসবের সলমনের উপস্থিতির বিষয়ে নিশ্চয়তা পাওয়া গিয়েছে। নিশ্চিত করেছেন বলিউডের ‘দাবাং’ স্বয়ং। বলাবাহুল্য লোকসভা নির্বাচনের আগে বাংলার চলচ্চিত্র উৎসব হতে চলেছে কার্যত মেগা শো। আগেই নবান্ন সূত্রে অনিল কাপুর এবং অমিতাভ বচ্চন জয়া বচ্চনের উপস্থিতির বিষয়ে একটা নিশ্চয়তা পাওয়া গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুম্বই গিয়ে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকে চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন ৷একইসঙ্গে শাহরুখ খান প্রতিবছরের মতো এ বছর যে প্রস্তুত থাকবেন, সে বিষয়ে একরকম আশ্বস্ত মুখ্যমন্ত্রী। এবার সলমন খানের উপস্থিতির বিষয়েও নিশ্চয়তা পাওয়া গেল। ফলে এবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধন কার্যত চাঁদের হাট হতে চলেছে। প্রসঙ্গত, চলতি বছর ১৩ মে কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এসেছিলেন সলমন। ১৩ বছর পর কলকাতায় এসে সরাসরি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছে গিয়েছিলেন ‘সুলতান’। সেই সময়ই তিনি বলিউডের এই প্রখ্যাত অভিনেতাকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সলমান সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন। অবশেষে তাতে নিশ্চয়তা দিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fifteen =