পাঁজরের ব্যথায় কাহিল অমিতাভ, পা ফেলতেও সমস্যা

তিনি বিগ বি। তাঁর ব্যারিটোন ভয়েজে শুধু দেশ নয়, ‘ফিদা’ বিশ্বের সিনেমা জগতও। চলতি মাসেই হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। পাঁজরে চোট লাগে অভিনেতার। চোট সারতে যে সময় লাগবে, নিজেই জানিয়েছিলেন অমিতাভ। একইসঙ্গে তাঁর বাংলোর সামনে ভিড় করা উদ্বিগ্ন ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, ভয় পাওয়ার কারণ নেই। নিজের স্বাস্থ্যের কথা সোশ্যাল মাধ্যমে নিজেই জানান অমিতাভ।

এবার তিনি জানালেন তাঁর শারীরিক কষ্টের কথা। জানালেন, পায়ে ফোস্কা পড়ছে, যার ফলে চলাফেরা প্রায় বন্ধ তাঁর। অবস্থা এমন যে, মাটিতে পা ফলতে পারছেন না। সম্প্রতি অভিনেতা নিজের ব্লগে স্বাস্থ্যের হালহকিকত জানিয়ে লেখেন, পাঁজরের যন্ত্রণা ছিলই। পায়ে ক্যালাস হয়েছে। যার ফলে অসহ্য যন্ত্রণা পোহাতে হচ্ছে তাঁকে।তবে কী এই রোগ?

পায়ের পাতায় বা হাতের তালুর চামড়া শুষ্ক হয়ে গিয়ে কড়ার মতো দেখতে হয়ে যায়। যদিও রোগটা খুব জটিল না হলেও যন্ত্রণা হয় অসহ্য। অমিতাভের ক্ষেত্রে এই ক্যালাসের ভিতরে ফোস্কা তৈরি হয়েছে, যার ফলে বেজায় কষ্ট পেতে হচ্ছে তাঁকে।এদিকে পাঁজরের ব্যথাও রীতিমতো কষ্ট দিচ্ছে তাঁকে। ফলে অবস্থা এমন হয় যে, রাতেই বাড়িতে চিকিৎসক ডাকতে হয়। তবে এত যন্ত্রণার মধ্যেই আত্মবিশ্বাসী অমিতাভ। নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যাবাদ, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব, ফের র‌্যাম্পে দেখা হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 1 =