রাহুলকে ফের একবার ‘ইটালিয় চশমা’ খোঁচা অমিত শাহর

রাহুলকে ফের একবার ইটালিয় চশমার খোঁচা দিলেন অমিত শাহ (Amit Shah)। রবিবার অরুণাচল প্রদেশের নামসাই জেলায় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে এসে রাহুল গান্ধি- সহ কংগ্রেস নেতাদের কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। নামসাইয়ে (Namsai)এদিন তিনি প্রায় ১০০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। এরপর উত্তর-পূর্বের সীমান্তবর্তী রাজ্যটির বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘কংগ্রেস নেতারা জিজ্ঞাসা করছেন গত ৮ বছরে কী হয়েছে। আসলে তারা চোখ বন্ধ করে জেগে রয়েছে। ইতালিয় চশমা খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী পেমা খান্দুর উন্নয়নের কাজ দেখা উচিত রাহুল বাবার।’

প্রসঙ্গত শনিবারই লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আইডিয়াস অফ ইন্ডিয়া সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেথছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাহুল অভিযোগ করেন, বিজেপির শাসনাকালে ভারতের গণতন্ত্র ভেঙে পড়েছে। ভারতের অবস্থা ভাল নয়। এটা বিশ্বের উপরও ধ্বংসাত্মক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। রাহুল দাবি করেন দেশে দুই ধরনের শাসনব্যবস্থা দেখা যাচ্ছে। একটি ভিন্নমতের কণ্ঠকে দমন করে এবং অন্য ব্যবস্থাটি ভিন্ন মত শোনে। পাশাপাশি কর্মসংস্থানের অভাব থেকে ভারতের বিদেশনীতি, বিভিন্ন বিষয় নিয়েই মোদি সরকারের সমালোচনা করেন রাহুল গান্ধি। অমিত শাহ এদিন তারই জবাব দিলেন বলে মনে করা হচ্ছে।

এদিন রাহুলেক আক্রমণের পাশাপাশি রাজ্যের অন্যান্য দুর্গম এলাকাতেও রেল যোগাযোগ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 16 =