সাইবার অপরাধ দমনে সতর্কতায় অমিতাভ বচ্চনকে বার্তা অমিত শাহর

নয়াদিল্লি : “সতর্কতাই সাইবার অপরাধ দমনের চাবিকাঠি। আপনাকে ধন্যবাদ অমিতাভ বচ্চনজি, সাইবার অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযানে আপনার সমর্থন দেওয়ার জন্য।” মঙ্গলবার এই মর্মে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার, অমিতাভ বচ্চন, সাইবার অপরাধের ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে নাগরিকদের সতর্ক করেছেন এবং সাইবার জালিয়াতির ক্ষেত্রে ১৯৩০ নম্বরে জানানোর পরামর্শ দিয়েছেন৷ এক্সবার্তায় অমিতবাবু লিখেছেন, “এটি অবশ্যই একটি ‘সাইবারসিকিওর’ ভারত গড়তে আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করবে।”

এর সঙ্গে যুক্ত করা ভিডিওতে আছে অমিতাভ বচ্চনের সেই আবেদন, যেখানে তাঁকে বলতে দেখা গেছে— “আমি সবাইকে আরও আপডেটের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এর ‘সাইবারদোস্ট’ অনুসরণ করতে এবং ১৯৩০-তে অথবা সাইবারক্রাইম ডট ইন–এ সাইবার অপরাধ রিপোর্ট করার জন্য অনুরোধ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =