বিহারে গিয়ে নীতীশকে আক্রমণ অমিত শাহর

অগস্ট মাসের শুরুতেই বিহাররে মসনদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছে এনডিএ সরকার। বিজেপি হাত ছেড়ে জেডিইউ নেতা নীতীশ কুমার (Nitish Kumar) আরজেডি (RJD) ও কংগ্রেসের (Congress) হাত ধরে মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নতুন করে শপথগ্রহণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরাসরি তাঁর দল ভাঙানোর অভিযোগ তুলেছিলেন নীতীশ। সরকার পতনের পর প্রথম বিহার গিয়ে সেই নীতীশকেই কড়া ভাষায় জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য প্রায় সাত বছর পরে বৈঠকে বসতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar) ও সোনিয়া গান্ধি (Sonia Gandhi)। প্রায় সাত বছর পরে বৈঠকে বসতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar) ও সোনিয়া গান্ধি (Sonia Gandhi)। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবারই দিল্লিতে সোনিয়ার বাসভবনে দেখা করতে আসবেন নীতীশ। তাঁর সঙ্গে থাকবেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবও (Lalu Prasad Yadav)। ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী ঐক্যকে শক্তিশালী করতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। তার আগে শুক্রবারই নীতীশকে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অভিযোগ করলেন, লালুর কোলে বসতে বিজেপির সঙ্গে ‘প্রতারণা’ করেছেন নীতীশ। খোঁচা মেরে প্রশ্ন তুললেন, এভাবে কি প্রধানমন্ত্রী হতে চাইছেন নীতীশ?

দু’দিনের বিহার সফরে এসেছেন অমিত শাহ। তাঁকে বলতে শোনা গেল, ‘নীতীশ কুমার লালুপ্রসাদ যাদবের কোলে বসতে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। সীমাঞ্চল আপনাকে এর জবাব দেবে নীতীশ কুমার। এইভাবে রাজনৈতিক জোট বদলে কি আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন?’

পূর্ণিয়া জেলায় এক জনসভায় অমিত শাহ বলেন, ‘ওরা (লালু-নীতীশের জোট) বলছে আমি নাকি এখানে উস্কানি দিতে এসেছি। কিন্তু আমার উস্কানি দেওয়ার দরকার নেই। ওসব কাজ লালুপ্রসাদ যাদব করুন। আমি সীমান্তবর্তী জেলাগুলিকে এই বার্তা দিতে চাই, কেউ ভয় পাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজত্বে কারও ভয় পাওয়ার দরকার নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =