কোভিড-উদ্বেগের মধ্যেই চিনে বাড়ছে আরেক ভাইরাস

এইচ৩এন৮ বার্ড ফ্লু ভাইরাসের জেরে প্রথম মানব মৃত্যুর খবর এল চিন থেকে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ চিনের গুয়াংদং প্রদেশে, এইচ৩এন৮ বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ বলেছে, ‘সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন সার্ভেলেন্স সিস্টেম বা ‘সারি’র মাধ্যমে ওই মহিলার দেহে বার্ড ফ্লু-এর ভাইরাস শনাক্ত করা হয়েছিল। এখনও পর্যন্ত আক্রান্ত মহিলার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা কোনও ব্যক্তি সংক্রামিত হয়নি অথবা তাদের দেহে বার্ড ফ্লু রোগের কোনও উপসর্গ দেখা যায়নি।’ হু আরও জানিয়েছে, আক্রান্ত হওয়ার আগে ওই মহিল এক পোলট্রি বাজারে গিয়েছিলেন। সেখান থেকেই তাঁর দেহে এইচ৩এন৮ ভাইরাস সংক্রামিত হয়েছিল কিনা, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

গত ২৬ মার্চ ওই মহিলার দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। সেই প্রথম কোনও প্রাপ্তবয়স্কের দেহে এই ভাইরাস পাওয়া গিয়েছিল। গুরুতর নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মাইলোমা-সহ অন্যান্য একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। নিহত মহিলাকে নিয়ে এখনও পর্যন্ত মোট তিন জনের দেহে এই ভাইরাস পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =