গাজা, ১০ ডিসেম্বর: ইজরায়েল ও প্যালেস্তাইন যুদ্ধের তৃতীয় মাস এটি। মানবিক কারণে সংঘর্ষবিরতি চেয়ে রাষ্ট্রপুঞ্জে আনা একটি প্রস্তাবে রবিবার ভিটো দেওয়া হল আমেরিকার তরফে।
ভিটো দেওয়ার পর রাষ্ট্রপুঞ্জে আমেরিকার উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেন, ‘এখন ইজরায়েলি সামরিক অভিযান থামিয়ে দিলে গাজার ক্ষমতা থাকবে হামাসের হাতে। ফলে আবার একটি যুদ্ধের সম্ভাবনা থেকে যাবে। নিরাপত্তা পরিষদের তরফে হামাসের তরফে কড়া নিন্দা করা হয়েছে। ইজরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।’ তাঁর দাবি, ‘আমেরিকা চায়, ইজরায়েলি ও প্যালেস্তিনীয়দের শান্তি বজায় থাকুক। সেখানে সবসময়ের জন্য শান্তি আসুক। কিন্তু এই প্রস্তাবে যে সংঘর্ষবিরতির কথা বলা হয়েছে তা স্থায়ী হবে না। ফলে ফের একটি লড়াইয়ের আশঙ্কা থেকেই যাবে। ফলে এই প্রস্তাবের সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনও যোগ নেই।’ রাষ্ট্রপুঞ্জে ইজরায়েলের রাষ্ট্রদূত জিলাড এরডান বলেন, ‘সব পণবন্দি মুক্তি পাওয়ার পাশাপাশি হামাসের শেষ হলে তবেই সংঘর্ষবিরতি সম্ভব।’