সদলবলে বিজেপিতে যোগ দিলেন  আমডাঙার আইএসএফ নেতা

ব্যারাকপুর লোকসভা এলাকায় তৃণমূল থেকে বিজেপিতে প্রায়ই যোগ দিচ্ছেন কেউ না কেউ। এবার পদ্ম শিবিরে নাম লেখাল আইএসএফ-ও।

বুধবার আমডাঙার আইএসএফ নেতা সদলবলে বিজেপিতে যোগ দিলেন। জগদ্দলের মজদুর ভবনে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে মোস্তা ফিজুর রহমান বিজেপিতে যোগ দিলেন। তিনি ২০২২ সালের পঞ্চায়েত নির্বাচনে আমডাঙা বিধানসভা কেন্দ্রের আদহাটা পঞ্চায়েতের আই এস এফের জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন। যোগদান নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধস নেমেছে। আমডাঙার সাধনপুরে মমতার সভায় ভিড় না হওয়ায় তার প্রমান মিলেছে। তাঁর দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখন তৃণমূলের সঙ্গে নেই। বিজেপির সঙ্গে আছে। অন্য দিকে বিজেপিতে যোগ দিয়ে মোস্তা ফিজুর রহমান বলেন, ‘এবার নির্বাচনে আমডাঙায় বিজেপি ভালো ফল করবে। সংখ্যালঘুরা এখন মোদিজীকে দু’হাত ভরে আশীর্বাদ করছে। এদিন জগদ্দলের মজদুর ভবনে হালিশহর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ২৫ জন কর্মী। এঁদের মধ্যে বেশিরভাগ কর্মী সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত।’ যোগদান নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ‘এই যোগদানের ফলে হালিশহরে দলের সংগঠন আরও মজবুত হল। আশা করছি, গোটা ব্যারাকপুর জুড়ে তৃণমূলের আরও ভাঙন ধরবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 12 =