অবসর ভেঙে ফিরলেন অম্বাতি রায়ডু

সুপার কিংসের হয়ে খেলবেন, তবে আইপিএলে নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের টি-২০ লিগ মেজর লিগ ক্রিকেটে খেলবেন অম্বাতি রায়াডু। লিগে সিএসকে ফ্র্যাঞ্চাইজির টিমের নাম টেক্সাস সুপার কিংস। ইতিমধ্যেই দলটি সাপোর্ট স্টাফ ও বিদেশি ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে। যে তালিকায় রয়েছে রায়াডু ও ডোয়েন ব্র্যাভোর নাম। দু’জনই আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ব্র্যাভো বর্তমানে সিএসকের ডেথ বোলিং কোচ। রায়াডু ২০২৩ আইপিএল জয়ের পর ইন্ডিয়ান প্রিমিয়র লিগ থেকে অবসর নিয়েছেন। তবে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলবেন রায়াডু। ১৩ জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে মেজর লিগ ক্রিকেট। প্রথম সংস্করণের প্রথম ম্যাচ খেলা হবে টেক্সাস সুপার কিংস ও এলএ নাইট রাইডার্সের মধ্যে। সুপার কিংস, নাইট রাইডার্স ছাড়া এমআই নিউইয়র্ক বিদেশি ক্রিকেটারদের নাম ঘোষণা করে দিয়েছে। টুর্নামেন্টের জন্য স্থানীয় ক্রিকেটারদের বেছে নেওয়া হবে ড্রাফ্টের মাধ্যমে। সুপার কিংস প্রথম সংস্করণের জন্য এমন কিছু ক্রিকেটারদের বেছে নিয়েছে যাঁরা আগেও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। রায়াডু ও ব্র্যাভো ছাড়া নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, দক্ষিণ আফ্রিকার জেরল্ড কটজের নাম রয়েছে। ডেভিড মিলার ও ড্যানিয়েল স্যামস হলেন এমন দু’জন ক্রিকেটার যাঁরা কখনও সুপার কিংসের হয়ে খেলেননি। দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে জোহানেসবার্গ সুপার কিংসের হয়ে খেলেন জেরল্ড। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং টিএসকের প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন এবং তাঁর সহকারীর দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার এরিক সিমন্স। গ্রেগরি কিংকে ফ্র্যাঞ্চাইজির স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে মনোনীত করা হয়েছে। লক্ষ্মী নারায়ণন হাই-পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে দলে যোগ দিয়েছেন এবং টমি সিমসেককে দলের ফিজিওথেরাপিস্ট হিসেবে নেওয়া হয়েছে। রাসেল রাধাকৃষ্ণনকে TKS-এর টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =