মসৃণভাবেই চলছে অমরনাথ যাত্রা, রওনা তীর্থযাত্রীদের আরেকটি দল

জম্মু : পবিত্র অমরনাথের উদ্দেশে রওনা দিলেন ৪,৩৮৮ জন তীর্থযাত্রী। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জন মহিলা। রবিবার সকালে জম্মুর ভগবতী নগর বেসক্যাম্প থেকে কড়া নিরাপত্তার মধ্যে এই ২০তম যাত্রীদল যাত্রা শুরু করে।

বিগত ৩ জুলাই শুরু হয়েছে এই বছরের অমরনাথ যাত্রা। অনন্তনাগের নুনওয়ান-পহেলগাম ও বালতাল এই দুই পথে চলছে যাত্রা। এখনও পর্যন্ত প্রায় ২.৯০ লক্ষ তীর্থযাত্রী দর্শন করেছেন।

প্রশাসন জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত পহেলগাম পথে ১১৫টি গাড়িতে ২,৮১৫ জন ও বালতাল পথে ৯৫টি গাড়িতে ১,৫৭৩ জন রওনা হন। তাঁদের মধ্যে ১৩০ জন সন্ন্যাসী ও সন্ন্যাসিনী রয়েছেন। তিনি আরও জানান,এই বার্ষিক তীর্থযাত্রা শেষ হবে ৯ অগস্ট রাখিবন্ধন উৎসবের দিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − four =