তীব্র গরমে পায়ে হেঁটে প্রচার আলুওয়ালিয়ার

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: বুধবার অণ্ডাল ব্লক এলাকায় ভোট প্রচার করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া। এদিন প্রচার শুরু করেন মদনপুর গ্রাম পঞ্চায়েতের ঠান্ডারডিহি গ্রাম থেকে। বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোটারদের কাছে এদিন ভোট প্রার্থনা করেন তিনি।
প্রচারের ফাঁকে সাংবাদিকদের একাংশের কাছে প্রার্থী আলুয়ালিয়া বলেন, ‘আমি এখানকার ভূমিপুত্র। শারীরিক ভাবে আমি সুস্থ ও সবল। তাই পায়ে হেঁটে ভোটারদের কাছে পৌঁছচ্ছি। হাঁটার জন্য লাঠি অথবা অন্য কারও সাহায্যের প্রয়োজন হয় না।’ খনি অঞ্চলের দূষণ ধস ও পুনর্বাসন নিয়ে প্রার্থী আলুয়ালিয়া বলেন, ‘দূষণ খনি এলাকার বড় সমস্যা। এর সমাধান এসিএলকে করতে হবে। এর জন্য প্রচুর গাছ লাগানোর প্রয়োজন। এখন ভোটের কারণে আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে। তাই এখন কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না তবে কথা দিচ্ছি সাংসদ নির্বাচিত হলে ধস এবং পুনর্বাসন নিয়ে উদ্যোগী হব।’ পাশাপাশি তিনি জানান ৫০০ বছর পর অযোধ্যাতে রামলালার মন্দির হয়েছে, মথুরায় কৃষ্ণ মন্দির ও কাশীতে মন্দির নিয়ে সমস্যা রয়েছে, আশা করি আগামী দিনে এর সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + nineteen =