যে চুরি করতে চেয়েছিল তাঁকে আগেই ত্যাগ করেছি: সৌমিত্র, প্রাক্তন স্ত্রীকে বেনজির আক্রমণ

নিজস্ব প্রতিবেদন, বিষ্ণুপুর: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটের দিন আগামী ২৫ মে ধার্য করা হয়েছে। ভোট পর্ব সম্পন্ন হতে এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও প্রচার যেন তুঙ্গে। আর এই প্রচার সভা চলাকালীন যুযুধান দু’পক্ষ যাঁরা একে অপরের প্রাক্তন, তাঁরা বাক্যবাণে বিদ্ধ করেই চলেছেন।
সোমবার সন্ধ্যাবেলায় ওন্দা বিধানসভার অন্তর্গত নাকাইজুড়ি অঞ্চলের আগয়া গ্রামে বিজেপির তরফ থেকে একটি প্রচার সভার আয়োজন করা হয়। সেই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেখানে জনগণের উদ্দেশে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তাঁর বিপক্ষের তৃণমূল প্রার্থীকে বেনজির আক্রমণ করলেন। তিনি বলেন, ‘যে চুরি করতে চেয়েছিল, সুজাতা তাঁকে আগেই ত্যাগ করেছি। কারণ সে একটা বড় চোর, তার জন্য তাঁকে ত্যাগ করেছি।’
পরে সৌমিত্র বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘যে সব সময় টাকা টাকা করে, আমি তাঁকে আমি ত্যাগ করেছি এবং আইনত ভাবেই ত্যাগ করেছি।’ সৌমিত্রবাবুর এই মন্তব্যের পালটা মন্তব্য করেছেন লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, ‘যাঁর চরিত্র বলে কোনও বস্তুই তাঁর জীবনে নেই, যিনি অফিসিয়ালি দুশ্চরিত্র বারেবারে প্রমাণ করেছেন, বেইমান বারবার প্রমাণ করেছেন, সে কোথায় কী বলল, সেটা কি সত্যিই গুরুত্বপূর্ণ!’
রাজনৈতিক মহলের দাবি, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট যুদ্ধ যেন মহাভারতের যুদ্ধকেও হার মানাতে চলেছে। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কার পাল্লা ভারী সেই বিষয়টা এখনও অবধি স্পষ্ট না হলেও লড়াই যে সেয়ানে-সেয়ানে তা কার্যতই স্পষ্ট। এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে, প্রাক্তন স্বামী না প্রাক্তন স্ত্রী? তার দিকে তাকিয়ে পুরো দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =