১৬ দিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি উত্তরকাশীর সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে। একের পর এক বাধার সম্মুখীন হয়েছে উদ্ধারকারী দল। এবার হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ফলে আশঙ্কা করা হচ্ছে প্রকৃতির মারে ফের থমকে না যায় উদ্ধারকাজ।
মৌসম ভবন সূত্রে রবিবারই জানানো হয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ দিনও মৌসম ভবন জানায়, হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার। ভারী বৃ্ষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। পাহাড়ে বৃষ্টি নামলে বিঘ্নিত হবে উদ্ধারকাজ। একইসঙ্গে ধস নামারও প্রবল সম্ভাবনা রয়েছে। যে অংশের মাটি খনন করা হচ্ছে, তা বৃষ্টির জলে ধুয়ে ধস নামতে পারে। তুষারপাতেও রাস্তা বন্ধ হয়ে প্রভাবিত হতে পারে উদ্ধারকাজ।
এরই মধ্যে হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরাখণ্ডে ৪ হাজারের উপর উচ্চতায় তুষারপাত হতে পারে। সব মিলিয়ে আশঙ্কা করা হচ্ছে, এবার প্রকৃতির মার প্রতিকূল পরিস্থিতিতে ফেলতে পারে উদ্ধারকারীদের। তবে প্রশাসন নিশ্চিত করেছে, যে কোনও প্রতিকূল পরিস্থিতিতেই কাজ অব্যাহত থাকবে।
এই বিষয়ে উত্তরাখণ্ডের সড়ক ও পরিবহণ বিভাগের উচ্চপদস্থ আধিকারিক মেহমুদ আহমেদ রয়টার্সকে জানিয়েছেন, গতকাল থেকে সুড়ঙ্গের উপর দিক থেকে উল্লম্বভাবে মাটি কাটার প্রক্রিয়া শুরু হয়েছে। আর যদি কোনও বাধা না আসে তাহলে বৃহস্পতিবারের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে।