নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: বিজেপির প্রার্থীকে প্রচার না করার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সকাল থেকে কাঁকসার মাধবমাঠে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৬৫ নম্বর বুথে বিজেপির প্রার্থী মাধবমাঠের বাসিন্দা ছোটন বাগদির অভিযোগ, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই তাঁকে ভয় দেখানো হত। মঙ্গলবার গভীর রাতে তাঁর বাড়িতে তৃণমূল আশ্রিত একদল দুÜৃñতী তাঁর বাড়িতে চড়াও হয় এবং তাঁকে নানান ভাবে হুমকি দেয়, যাতে তিনি এলাকায় কোনও রকম ভোটের প্রচার না করেন। এমনকি ভোটের প্রচারে বের হলে তাঁকে পরে দেখে নেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয় বলে তাঁর অভিযোগ।
তিনি জানিয়েছেন, অন্ধকারে তিনি কাউকে চিনতে পারেননি। ঘটনার পরই কাঁকসা থানার পুলিশকে ফোন করতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানোর পাশাপাশি বুধবার এই বিষয়ে লিখিত অভিযোগ জানান কাঁকসা থানায়। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাঁকসা ব্লকের তৃণমূলের সহ- সভাপতি হিরন্ময় ব্যানার্জি। তাঁর দাবি, প্রচারের আলোয় আসার জন্যই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। তাঁর দাবি, মানুষ বিরোধীদের দেওয়াল লিখনের জন্য দেওয়াল দিচ্ছেন না, তাঁদের তাড়িয়ে দিচ্ছেন। বিজেপি বাড়ি বাড়ি প্রচারে গেলে তাঁদের কাছে ১৫ লাখ টাকা কবে পাবে, গ্যাসের দাম কবে কমবে, পেট্রোল ডিজেলের দাম কবে কমবে সেই প্রশ্ন করছে। লজ্জায় তাঁরা সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যেতে না পেরে মিথ্যা অভিযোগ তুলে প্রচারের আলোয় আসার জন্য তৃণমূলের নামে বদনাম করছে।