হাসপাতালের সিটি স্ক্যান বিভাগের জেনারেটরের কেবল চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদন, আসানসোল: আসানসোল জেলা হাসপাতাল চত্বরে দুষ্কৃতীেদর দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে বলে দাবি। এবার চুরি হল সুপার স্পেশালিটি হাসপাতালের সিটি স্ক্যান বিভাগের জেনারেটরের মেন তার। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালের তরফে গোটা ঘটনার কথা জানিয়ে আসানসোল দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।
এই ঘটনার দিন কয়েক আগে আসানসোল জেলা হাসপাতালের পুরনো ভবনের জেনারেটরের কেবল চুরি হয়। তার আগে আসানসোল জেলা হাসপাতাল চত্বরে একাধিক চুরির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আসানসোল জেলা হাসপাতাল চত্বরে সুপার স্পেশালিটি ভবনে একটি সিটি স্ক্যান বিভাগ রয়েছে। একটি বেসরকারি ডায়গনস্টিক সংস্থার দায়িত্বে রয়েছে এই বিভাগ। এই বিভাগের জন্য একটি ১৬৫ কেভির জেনারেটর রয়েছে। সংস্থার কর্মীদের দাবি, তাঁরা লক্ষ্য করেন জেনারেটরের মেন কানেকশন কেবল, আর্থিং কেবল ও আর্থিং পাত্তি নেই। তাঁরা বুঝতে পারেন যে সেগুলো কেউ বা কারা চুরি করে নিয়ে গিয়েছে। ওই সংস্থার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি স্বপন পান্ডা গোটা বিষয়টি লিখিত ভাবে জেলা হাসপাতালের সুপার ড. নিখিল চন্দ্র দাসকে জানান। সুপার বলেন, ‘গোটা বিষয়টি আসানসোল দক্ষিণ থানায় লিখিত ভাবে জানানো হয়েছে।’
জেনারেটরের কেবল চুরি হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই সিটি স্ক্যান বিভাগের পরিষেবা দেওয়া কিছুটা হলেও ব্যাহত হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা করে তা সামাল দেয়। অভিযোগ, সন্ধ্যা নামতেই জেলা হাসপাতাল চত্বরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আনাগোনা বাড়তে শুরু করে। রাত হলে তার সংখ্যাটা বাড়ে। আনাচে-কানাচে জটলা করে মদ খাওয়া ও জুয়া খেলার আসর বসে। এই হাসপাতাল চত্বরে রয়েছে চিকিৎসক, নার্স ও কর্মীদের আবাসন। অনেক রোগীর পরিবারের সদস্যরা রাতে হাসপাতালে থাকেন। এইভাবে চুরির ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই তাঁরা আতঙ্কিত। তাঁদের দাবি, অবিলম্বে হাসপাতাল চত্বরে নিরাপত্তার কথা ভেবে পুলিশের টহল বাড়ানো হোক।
উল্লেখ্য, হাসপাতাল চত্বরে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ক্যাম্প করা হয়েছে। তবুও এই ধরনের ঘটনা প্রশ্ন তুলছে জেলা হাসপাতালের নিরাপত্তার নজরদারি নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 12 =