নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে পড়েছে, প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। কিন্তু তারপরও সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ। আর এখানেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই ছবি ইন্দাস রেল স্টেশনে ঢোকার ঠিক আগে। যেখানে বেশ কিছুটা অংশ রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে এমনকি দিনের বেলাতেও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। রেল এবং পিডব্লিউডির সমন্বয়ের অভাবে এই সমস্যার সমাধান হচ্ছে না বলেও অভিযোগ।
রবিবার ওই রাস্তায় যাতায়াতের সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি লরি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান লরি ও লরির চালক। রাস্তার ধারে বিপদজনকভাবে আটকে পড়ে লরিটি। স্থানীয়দের অভিযোগ, বারবার এ বিষয়ে সমস্যা সমাধানের কথা জানানো হয়েছে প্রশাসনকে কিন্তু তারপরও সমস্যা সমাধানের কোনও রকম উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে ই¨াস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত দাবি করেন, ‘রেলগেটের দু’দিকেই ৫০ মিটার রেলের অন্তর্গত রয়েছে। আমরা এই রাস্তা সংস্কারের বিষয়ে একবার উদ্যোগী হয়েছিলাম, কিন্তু রেল রাস্তা সংস্কার করতে দেয়নি। যার কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।’